রাতের আঁধারে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন এমপি সীমা

ডেস্ক রিপোর্ট।।
লকডাউনে আর্থিক সংকটে পড়া অস্বচ্ছল, কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়ন সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা। কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় রাতের আঁধারে অলি-গলিতে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে জরুরী খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি।
ইতিমধ্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার প্রচারবিমুখ এই কর্মকান্ডে সাড়া জাগিয়েছে জনমনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং করোনায় লকাডাউনে বিপাকে পড়া কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে সপ্তাহব্যাপী প্রায় তিন হাজার পরিবারের
কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন এমপি সীমা। খাদ্য সহায়তায় বাদ যায়নি তৃতীয় লিঙ্গের মানুষগুলোও।

সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা বলেন, ঢাকঢোল বাজিয়ে মানুষকে সহায়তা করতে চাই না। নিরবেই মানুষকে বিভিন্নভাবে সহায়তা করে যেতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে, পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং করোনায় লকাডাউনে বিপাকে পড়া অস্বচ্ছল, কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। নিজেরাই রাতের আঁধারে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।