কুমিল্লার লাকসামে সমবায় ভিত্তিক কৃষি যান্ত্রিকীকরণ ও সমন্বিত চাষাবাদ প্রকল্পের ধান কাটা হচ্ছে মেশিনে। কাটার পর সেই ধান মাড়াইও চলছে মেশিনে। উপজেলার নোয়াপাড়া গ্রামে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে পরীক্ষামূলক এ প্রকল্পের ধান কাটা কর্মসূচি শুরু হয়েছে।
চলতি বছরের জানুয়ারি মাসে পরীক্ষামূলক এ প্রকল্পের উদ্বোধন করেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। প্রকল্পটি সফল হলে কৃষি ক্ষেত্রে একটি মডেল হিসেবে সারাদেশে কৃষকদের দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক মুক্তি অর্জনে অগ্রনী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এ প্রকল্পের কর্মকর্তারা। আর কৃষিতে দূর্ভোগ কমে আসতে পারে বলে মনে করছেন সাধারন মানুষ।