সহায়তা দিচ্ছে চর-রাজাপুর যুব সমাজ

তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়নের চর-রাজাপুর ও তিতাস নদীর নতুন চর গ্রামের যুব সমাজ, প্রবাসী ও সমাজসেবীদের নীজস্ব অর্থায়নে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠিকে খাদ্যসামগ্রী কেনার জন্য নগদ অর্থ প্রদান করছেন স্থানীয় যুব-সমাজের ব্যাবসায়ী বাবুল হোসেন, প্রবাসী আব্দুল মজিদ, আবুল কাশেম, ব্যাবসায়ী শেখ সাদিন, ফজর আলী খায়ের, মো. মনির হোসেন, শাহজাহান, আল-আমীন প্রমুখ। তাছাড়া সামনে রমজান মাসকে কেন্দ্র করে এমন দেড় থেকে দুইশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করবেন।
তারা জানান, যারা লোকলজ্জায় তাদের অসহায়ত্বের কথা কাউকে বলতে পারে না তাদের জন্য এই ব্যবন্থা। খোঁজ নিয়ে সেই প্রত্যেকের বাড়িতে গোপনে খাদ্যসামগ্রী কেনার অর্থ পৌঁছে দিচ্ছেন বলে জানান তারাা। যুব-সমাজের সদস্যরা আরও জানান, এই অনুদানের পেছনে সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক মেম্বার ও কানাডা প্রবাসী মো. মনির হোসেন মোল্লার সহযোগিতা রয়েছে।