সাংবাদিকরা সমাজে ডাক্তারের ভূমিকা পালন করেন: কুবি উপাচার্য

নাজমুল সবুজ, কুবি।।
আমি সাংবাদিকদের ডাক্তারের সাথে তুলনা করি। একজন ডাক্তার যেমন রোগীর কন্ডিশন দেখে, ইনিভেস্টিগেশন করে প্রেসক্রিপশন প্রদান করেন তেমনি একজন সাংবাদিক সমাজের রোগ নিরাময়ের কাজ করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) দায়িত্ব হস্তান্তর এবং প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের উদ্দ্যেশ্যে এসব কথা বলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাংবাদিক সমিতির বার্ষিক সাময়িকী ‘সারথী’র মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় উপাচার্য আরো বলেন, আপনারা যেকোনো ভালো এবং খারাপ সংবাদ তদন্ত করে ন্যায়নিষ্ঠ সাংবাদিকতা করবেন এবং বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবেন। বিশ্ববিদ্যালয়ের সম্মান অক্ষুন্ন যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন।

অনুষ্ঠানে সমিতির সভাপতি তানভীর সাবিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের ও শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী।

বিশেষ অতিথির বক্তব্য ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, সাংবাদিকেরা সমাজের জন্য, দেশ ও জাতির জন্য কাজ করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিও বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা সততা, সাহসীকতা এবং দায়িত্বশীলতা থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন এবং বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ক্যাম্পাসের সবচেয়ে ভাইব্রেট সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। বিভিন্ন সময়ে কুবিসাস আমাদের অনেক বস্তুনিষ্ঠ তথ্য দিচ্ছে যাতে আমরা নানা সমস্যা সম্পর্কে জানতে পারি। আপনারা সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন এবং সবসময় কুবির পক্ষে অবস্থান নিবেন। আপনাদের তথ্য এবং সাহায্য পেলে আমরা আরো এগিয়ে যেতে পারবো। কুবিসাস বিশ্ববিদ্যালয়ে ‘ওয়াচ ডগ’ এর ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস উল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন এবং ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমানসহ বিভিন্ন অনুষেদর ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদ দুই অংশের নেতৃবৃন্দ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কুমিল্লা জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির সদস্যরা।

এছাড়াও অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটি-২০২২ দায়িত্ব গ্রহণ করে। নতুন কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।