সৈয়দ খলিলুর রহমান বাবুল, দেবিদ্বার।।
কুমিল্লার দেবিদ্বারে একটি আবাসিক ভবনের তালাবদ্ধ ফ্ল্যাট থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় উপজেলা সদরের বানিয়াপাড়াস্থ গোমতী আবাসিক এলাকার ‘পুষ্পকুঞ্জ’র ৪র্থ তলার পূর্বপাশের ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এসময় ফ্যানের সাথে ঝুলানো একটি সাদা ওড়নাসহ বিভিন্ন আলামতও জব্দ করে পুলিশ।
সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাজী মো. আবদুল ওয়াহেদ’র মালিকানাধীন বাড়ির এ ফ্ল্যাটটি বাহির থেকে তালাবদ্ধ ছিলো বলে জানায় পুলিশ।
বাড়ির মালিকের মেয়ে ইউপি সদস্য মোসা. জেসমিন আক্তার জানান, বৃহস্পতিবার ইফতারের পর ৪র্থ তলা থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে খাটের ওপর থেকে খয়েরি রঙয়ের বোরকা পরিহিত উপুর হয়ে পড়ে থাকা ওই নারীর মরদেহটি উদ্ধার করে।
বাড়ির মালিকের ছেলে মো. শাহজালাল জানান, চলতি মাসে ১৮ তারিখ স্বামী-স্ত্রী ও একটি কন্যা সন্তান নিয়ে বাড়ির ৪র্থ তলার এ ফ্ল্যাটটি ভাড়া নেয়। ভাড়া নেয়ার সময় এনআইডি কার্ড চাওয়ায় একটি এনআইডি কার্ড দেখিয়ে বলে এটি ফটোকপি করে এনে দিবে। পরে ২০ এপ্রিল পুনরায় এনআইডি কার্ড চাওয়ায় বিকালে দিবে বলেন জানান ওই নারীর স্বামী। পরে বিকাল থেকে তাদের ফ্ল্যাটটি তালাবদ্ধ দেখতেই পাই। তারা কৌশলে নাম পরিচয় গোপন রাখে। এ প্রতিবেদন লেখার পর্যন্ত ওই নারী কোন পরিচয় শনাক্ত করা যায়নি।
খবর পেয়ে দেবিদ্বার-বি.পাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আমিরুল্লাহ, দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে দেবিদ্বার সার্কেল সহকারী পুলিশ সুপার মো. আমিরুল্লাহ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, বিভিন্ন আলামত সংগ্রহ করেছি, মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রির্পোট ও প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই করে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।