মারুফ কল্প।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) প্রয়াত আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু এমপির শূণ্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন মতিন খসরুর স্ত্রী-ছোট ভাইসহ ৩৫ জন।
গত ৬ দিনে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারা। তবে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। আজ (১০ জুন) বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
গত ১৪ এপ্রিল মতিন খসরুর মৃত্যুর পর থেকেই নানাভাবে আলোচনায় আসতে থাকে আওয়ামীলীগের অনেক প্রার্থীদের নাম। বিএমপি নির্বাচনে অংশ নেয়ার কথা না জানালেও বেশ কয়েকজন সোশাল মিডিয়াসহ নানাভাবে নিজেদের প্রচারনা চালাতে দেখা গেছে। জাতীয় পার্টি থেকে জসিম উদ্দিনকে মনোনয়ন দেয়া হয়েছে।
খসরুর যোগ্য উত্তরসূরি হিসেবে দল থেকে কাকে মনোনয়ন দেয়া হবে এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও চলছে আলোচনা।
এ পর্যন্ত যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা হলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক এস.এম জাহাঙ্গীর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য হেলেনা জাহাঙ্গীর, কুমিল্লা জেলা আইনজিবী সমিতির সাবেক সভাপতি ও প্রয়াত মতিন খসরুর ভাই আব্দুল মমিন ফেরদৌস, প্রয়াত মতিন খসরুর স্ত্রী সেলিম সোবহান খসরু, ব্যারিস্টার সোহরাব খান চৌধূরী, কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর খান চৌধূরী, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আবু ছালেক (সেলিম রেজা সৌরভ)। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহেদুল আলম, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম আহŸায়ক মোহাম্মদ আলী চৌধূরী মানিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোঃ নিজামুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক শাহিদা বেগম, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসেম খাঁন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম সরকার, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ শাহ জালাল, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য আনিসুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল বারী, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সদস্য এম এ মতিন এমবিএ, কুমিল্লা দক্ষিন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন, ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান এম এ জাহের। আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপদেষ্টা পরিষদের সদস্য মাহতাব হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য জিয়াউল হাসান মাহমুদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতা (স্বাচিপ) নওশের আলম, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আল আমিন, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার। কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আবদুছ ছালাম বেগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক সহ-সাহিত্য সম্পাদক মোহাম্মদ ফারুক আহাম্মদ, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ রেজাউল করিম। ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহŸায়ক আবদুল জলিল, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, বুড়িচং উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ তরিকত উল্লাহ। বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন, বুড়িচং উপজেলা যুবলীগের সদস্য এম এ জলিল ভূইয়া।
এর প্রেক্ষিতে ২ জুন নির্বাচন কমিশন কুমিল্লা-৫ সহ দেশের শূন্য তিন আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এতে বলা হয় মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৬ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন ও ভোটগ্রহণ হবে আগামী ১৪ জুলাই।