মারুফ আহমেদ।।
কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর একটি দল শনিবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার একাধিকস্থানে পৃথক অভিযান চালিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ১৮ কেজি গাঁজা ও ৯৪ বোতল ফেন্সিডিলসহ টিটু সরকার (২৮) , মোঃ নাহিদ (২০) এবং আশিকুর রহমান রাব্বি (২০) নামের ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব জানায়, কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর ছয়াবাড়ী এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে একটি প্রাইভেটকার আটকে তল্লাসী চালিয়ে ১১ কেজি ৮’শ গ্রাম গাঁজা ও ৯৪ বোতল ফেন্সিডিল সহ মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার পাঁচঘড়িয়াকান্দি গ্রামের মৃত মোতালেব সরকারের ছেলে টিটু সরকারকে আটক করে।
একই দল সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ আশ্রাফপুর এলাকা অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সর্দারবাড়ীর মিজানুর রহমানের ছেলে মোঃ নাহিদ ও সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আশিকুর রহমান রাব্বিকে আটকসহ ৬ কেজি গাঁজা উদ্ধার করে।
র্যাবের দাবি, দীর্ঘদিন ধরে আটককৃতরা কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে মাদক বিক্রিসহ পাঁচার করে আসছিল। এব্যাপারে র্যাব বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।