সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও জেলার সবকয়টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। দেশে বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত বেশি হওয়ায় ঢলের পানি নামছে সুনামগঞ্জের নদী দিয়ে। সুরমাসহ সীমান্ত নদী উপচে গত চার দিনে অনেক উঁচু এলাকার ফসলি জমিও প্লাবিত করেছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জানান, গেল চার দিনের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে ৬৭৫ হেক্টর ধান, ৭০ হেক্টর বাদাম, ৫০ হেক্টর সবজি ও ৪০ হেক্টর আউশ বীজতলা ডুবেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানান, স্কুল ঘরের ভেতরে পানি ওঠায় ২৮ স্কুলে পাঠদান করা যাচ্ছে না। ছাতকের তিনটি আশ্রয়কেন্দ্রে ৭০টি বন্যার্ত পরিবার আশ্রয় নিয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে বৃহস্পতিবার সকালে ও খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামছুদ্দোহা জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে যাচ্ছিল।