ডেস্ক রির্পোট।।
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ১২ জন কাউন্সিলর প্রার্থী। তাদের মধ্যে সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ২ জন ও সাধারণ কাউন্সিলর পদের ১০জন প্রার্থী রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী।
রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে প্রার্থীতা প্রত্যাহার করেছেন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ নম্বর ওয়ার্ডের বৃষ্টি আক্তার ও ৪ নম্বর ওয়ার্ডের নাসরীন সুলতানা। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩ নম্বর ওয়ার্ডে মো. শাহজাহান, ৪ নম্বর ওয়ার্ডে মো. মোসলেম উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডে ফরহাদ হোসেন, ২১ নম্বর ওয়ার্ডে মাহাবুবুর রশিদ, ২২ নম্বর ওয়ার্ডে বিজয় রতন দেবনাথ, ২৪ নম্বর ওয়ার্ডে আবদুল মতিন খান, ২৬ নম্বর ওয়ার্ডে জহিরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও গোলাম সরোয়ার কাউসার এবং ২৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ওসমান গনি প্রার্থীতা প্রত্যাহার করেছেন ।
এদিকে, মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান প্রার্থীতা প্রত্যাহারের পর নির্বাচনী লড়াইয়ে রয়েছেন পাঁচজন। ২৭টি ওয়ার্ডে ১০ জন প্রত্যাহারের পর কাউন্সিলর পদে লড়াই এ আছেন ১০৬ জন। এদের মধ্যে নগরীর ৫ ও ১০ নম্বর ওয়ার্ডে একাধিক প্রার্থী না থাকায় দুজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এ ছাড়া ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থীর মধ্যে এখন মাঠে আছেন ৩৬ জন।