কুমিল্লার নাঙ্গলকোটে দুই শতক জমির জন্য বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। বুধবার (৭সেপ্টেম্বর) রাত ৮টায় জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতুলি গ্রামে এ ঘটনায় ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন।
এ ঘটনায় ঘাতক মেয়ে জেসমিন আক্তার ও তার স্বামী পেয়ার আহমেদ ও নিহত কাশেম মোল্লার (৭০) স্ত্রী ফিরোজা বেগম, বড় মেয়ে রিনা আক্তারকে আটক করছে পুলিশ ।
স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হক বলেন ,নিহত আবুল কাশেম মোল্লার তিন মেয়ে। সংসার চালাতে না পেরে তার এক মেয়ে কাছে দুই শতক জমি বিক্রি করেন। এ নিয়ে তার আরেক মেয়ে জেসমিন আক্তারের সাথে কথা কাটাকাটি হয়। তর্কের এক পর্যন্ত আবুল কাশেমকে কুড়াল দিয়ে আঘাত করে জেসমিন। এতে ঘটনাস্থলে আবুল কাশেম মোল্লা মারা যায়।
নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক মেয়েসহ চারজনকে আটক করেছি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্পত্তির জন্য জেসমিন এ ঘটনা ঘটিয়েছে। তবে আমরা তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে আনবো।