কুমিল্লা ক্যান্টনমেন্ট হাই স্কুলের সকল শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল ১৯শে এপ্রিল

মারুফ আহমেদ।।
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ১৯শে এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ক্যান্টনমেন্ট হাই স্কুলের ইফতার মাহফিল ও মিলনমেলা-২০২৩। জেলার সদর উপজেলার আলেখারচর চক্ষু হসপিটাল সংলগ্ন মায়ামী রিসোর্ট -২ তে এই ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠালগ্ন ১৯৫৬ সাল থেকে শুরু করে বর্তমান সময়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত হবে এই আয়োজন।

কুমিল্লা সেনানিবাসের ভিতরে অবস্থিত ‘কুমিল্লা ক্যান্টনমেন্ট হাই স্কুল’ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি, রাজনীতি ও প্রতিরক্ষাসহ দেশের বিভিন্ন সেক্টরে দাপিয়ে বেড়াচ্ছে এই স্কুলের শিক্ষার্থীরা। তাদের একত্রিত করে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষেই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজনের দুই প্রধান কারিগর ফাহিম ইমতিয়াজ কামাল ও শরীফুল ইসলাম। গত কয়েক বছর ধরেই একটি ফেসবুক গ্রুপ “Students of Cumilla Cantonment High School” এর মাধ্যমে এই স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের একই সুতোয় বাধার চেষ্টা করছেন তারা। খুব শীঘ্রই স্কুলের ইতিহাসে প্রথমবারের মত রি-ইউনিয়ন করার উদ্যোগ নিবেন বলে জানিয়েছেন তারা।

আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক শিক্ষা প্রতিষ্ঠানটির ১৯৮৪ ব্যাচের শিক্ষার্থী আফজাল বারী বলেন, “ কুমিল্লা ক্যান্টনমেন্ট হাই স্কুল আমাদের প্রানের সাথে জড়িয়ে আছে। আমাদের শৈশব কেটেছে এই স্কুলের আঙ্গিনায়। এরকম আয়োজনের মাধ্যমে বহুদিন পর আমরা আমাদের অনেক পরিচিত মুখ ও প্রিয় শিক্ষকদের সান্নিধ্য পেয়ে কিছু মুহূর্তের জন্য চিরচেনা শৈশবে ফিরে যেতে যাই।”

এই আয়োজনে যারা সামনে থেকে দিক নির্দেশনা দিয়েছেন তাদের মধ্যে অন্যতম ১৯৭১ ব্যাচের শিক্ষার্থী শামসুল আলম বলেন, “এরকম আয়োজন অত্যান্ত চমৎকার, পুরাতন শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থীরা এই মিলনমেলায় আমরা একত্রিত হতে পারবো ভেবে আমি আনন্দিত। আমরা চাই এই অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন হোক। আমরা আমাদের পুরোনো বন্ধুদের দেখা পেতে অপেক্ষায় আছি ।” এছাড়াও ১৯৭২ ব্যাচের শিক্ষার্থী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোহন সর্দার বলেন, “এই স্কুলটি আমাদের বিশাল আবেগের জায়গা, স্কুলের শিক্ষার্থীরা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব আছে। এরকম প্রোগ্রামের মাধ্যমে সবাই একই ছাদের নিচে আসার সুযোগ পাওয়া যাবে। এরকম উদ্যোগকে আমি স্বাগত জানাই।”

কুমিল্লা ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রতিষ্ঠালগ্ন ১৯৫৬ সাল থেকে শুরু করে বর্তমান সময়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত হবে এই আয়োজন, এমনটাই প্রত্যাশা আয়োজক শিক্ষার্থীদের।।