এইচ.এম.তামীম আহাম্মেদ।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজারে বৈদ্যুতিক শট সার্কিট থেকে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার মূল্যের বিভিন্ন ধরনের মালামাল পুড়ে গেছে।
২০ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার কালীর বাজার ইউপির কালীর বাজারে এম আই সুপার শপে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়; রাত ৩ টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে ব্যবসা প্রতিষ্ঠানটিতে আগুন লাগলে মহিলা পুরুষ ভেদাভেদ ভুলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ১ ঘন্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ রেজাউল করীম মিঠু বলেন; স্থায়ীয় এলাকাবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারব না, আগুন নিয়ন্ত্রনে তাদের ভূমিকা অপরিসীম। তবে ক্যাশ টাকা না থাকলেও ৩০ থেকে ৩৫ লাখ টাকার মালামাল ধ্বংস হয়েছে। তবে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট শুকরিয়া সাথে থাকা রড সিমেন্টের দোকানটিতে আগুন লাগে নি এতে আরও বেশী ক্ষতির সম্ভবনা ছিল।