স্টাফ রিপোর্টার।।
লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন কুমিল্লার মোফাজ্জল মাহিন চৌধুরী। আগামী ১ ও ২ নভেম্বর লন্ডনের রিচমন্ডে এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে। ওই প্রতিযোগীতায় বিশ্বের ১৬টিদেশের সাত শতাধিক খেলোয়ারা অংশ নিবেন।
সোমবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল মাহিন চৌধুরী বলেন, লন্ডনের রিচমন্ডে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫ বাংলাদেশের একমাত্র খেলোয়ার হিসেবে আমি অংশ নিচ্ছি। বাংলাদেশী খেলোয়ার হিসেবে আমাকে নির্বাচিত করায় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় এরআগেও আমি ভারতের এশিয়ান চ্যাম্পিয়ানশিপসহ একাধিক প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেছি। এ পর্যন্ত ১২টি আন্তর্জাতিক স্বর্ণ পদকসহ দেশের জাতীয় ও আন্ত:জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগীয় অংশ নিয়ে অসংখ্য পদক অর্জন করেছি।
তিনি এই প্রতিযোগিতায় অংশ নিয়ে যেন বাংলাদেশের গৌরব অর্জন করতে পারেন সেই জন্য দেশ-বাসীর কাছে দোয়া ছেয়েছেন। মাহিন মার্শালাটে আন্তর্জাতিক প্রশিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন।
এ সময় দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. একরামুল হক, সহকারী যুগ্ম সম্পাদক কাউসার আকাশসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।