স্টাফ রিপোর্টার।।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য, আধিপত্যবাদ অপশক্তির প্ররোচনায় নির্দিষ্ট গোষ্ঠী দেশকে অস্থির করতে চেয়েছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাধা প্রদান করবার জন্য আমাদের জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির উপর গুলি করা হয়েছে। শরীফ ওসমান হাদীকে গুলি করার মধ্যে দেশকে অস্থিতিশীল করার পায়তারা ছিল। এই পৃথিবীর বুকে এখন পর্যন্ত এমন কোন শক্তির জন্ম হয়নি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বিন্দু পরিমাণ ডিস্টার্ব করতে পারে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ছাত্রদল নেতা আবিদ বলেন, গতকাল রাতে ওসমান হাদীর মৃত্যুর পর আমরা সবাই যখন শোকাহত আমাদের সবার চোখে যখন পানি, ঠিক তখনই ওসমান হাদীর লাশকে রাজনৈতিক ফায়দা লুটবার জন্য একটা নির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশের স্বনামধন্য মিডিয়া প্রতিষ্ঠানগুলোতে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। রাজশাহী খুলনাতে কূটনৈতিক অফিস গুলোতে তারা হামলা চালিয়েছে। ময়মনসিংহে একজন মানুষকে মেরে তাকে ঝুলিয়ে আগুন নিক্ষেপ করা হয়েছে। এগুলো সম্পূর্ণরূপে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য পায়তারা।
তারা নির্বাচন চায়না। নির্বাচন চায়না আওয়ামী লীগ। নির্বাচন চায়না যারা বিগত দুঃশাসনে আওয়ামী লীগের সাথে থেকে সুযোগ সুবিধা নিয়েছে। পরবর্তী সময়ে তারা লেবাস ধারণ করেছে।
তিনি আরও বলেন, আপনারা যারা দীর্ঘ আন্দোলন সংগ্রামে সামিল ছিলেন আপনারা ধানের শীষের জন্য সবাই ভোট চান। ধানের শীষকে বিজয়ী করে আনতে হবে। ধানের শীষের বিজয় আপনার স্বার্থ নয় আমার স্বার্থ নয়, বেগম খালেদা জিয়ার স্বার্থ নয়, তারেক রহমানের স্বার্থ নয়। এই ধানের শীষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে আছে।
আবিদ বলেন, আমরা রিসার্স করে করে বাংলাদেশে কি উন্নতি চাই সেটি জানিয়েছি। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো মানুষ না খেয়ে থাকবে না। প্রতিটি নাগরিকের খাদ্যের নিরাপত্তা পাবে রাষ্ট্রের কাছ থেকে। সেজন্য তারেক রহমান ফ্যামিলি কার্ড নিয়ে এসেছেন। যে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে প্রাথমিকভাবে ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে এই ফ্যামিলি কার্ড প্রোভাইড করা হবে। প্রায় আড়াই কোটি মানুষ এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্যের নিরাপত্তায় চলে আসবে। এটা সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য প্রযোজ্য হবে। সেটা শুরু হবে দরিদ্র, হতদরিদ্র মানুষ থেকে।
নেতাকর্মীদের উদ্দেশ করে ছাত্রদল নেতা বলেন, আগে জবাবদিহিতা ছিল না বলে যা খুশি তা করা গেছে। কিন্তু এখন জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে আমাদের। তাই যা খুশি তা করা যাবে না। আবুল কালাম ভাইকে জিতিয়ে আনতে হবে। এই মার্কা আবুল কালাম ভাইয়ের মার্কা নয়, এই মার্কা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার মার্কা।
এসময় কুমিল্লা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপি’র শিল্প বিষয়ক সম্পাদক কুমিল্লা -৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।