ব্রাহ্মণপাড়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে যৌথ বাহিনী অভিযান, চারজন কারাগারে

গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে যৌথ বাহিনী ও প্রশাসনের অভিযানে চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত গভীরে উপজেলার মালাপাড়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান এবং ব্রাহ্মণপাড়া ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রেজওয়ান।

অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকার দায়ে আটক চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত মিরাজুল ইসলামের ছেলে মো. নুর মোহাম্মদ (৩ মাস), বুড়িচং কংশনগর গ্রামের তারু মিয়ার ছেলে আবু ইউছুফ (৩ মাস), বুড়িচং পশ্চিমসিংহ গ্রামের মোহাব্বত আলীর ছেলে আনোয়ার হোসেন (৩ মাস) এবং কংশনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আবু মুসা (৫ মাস)। সকলকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্র জানায়, পরিবেশ ও ফসলি জমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ব্রাহ্মণপাড়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান, ৪ জন কারাগারে