ব্রাহ্মণপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্র তামিমের দাফন সম্পন্ন
কুমিল্লার পেপার ডেস্ক:
কুমিল্লা-কসবা সড়কের শশীদল বাজার সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষার্থী তামিম মাহমুদ(১১) এর দাফন সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পর শশীদল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তামিম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন শশীদল পূর্বপাড়া এলাকার প্রবাসি মোঃ মহসিন মিয়ার বড় ছেলে।
জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলাধীন শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত ২৬ জানুয়ারি দুপুরে স্কুলের বিরতিতে যোহরের নামাজ পরার জন্য মসজিদে যাওয়ার পথে কুমিল্লা থেকে ছেড়ে আসা সিএনজি শশীদল বাজার এলাকায় ধাক্কা দেয়। এতে মাথা ও বুকে গুরুতর আহত হয়। স্থানীয় ও স্কুলের শিক্ষকরা উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থা অবনতি দেখে তামিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন।
পরবর্তীতে ডাক্তারের পরামর্শে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে লাইফ সাপটে নেওয়া হয়।
৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মারা যায় সে। তার মৃত্যুতে স্কুল প্রাঙ্গণ ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।