আরাফাতুল ইসলাম।।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জরুরি প্রয়োজন ছাড়া রোববার থেকে ঢাকায় মানুষের প্রবেশ ও বাহির হওয়া বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সেই থেকে সারাদেশের মত কুমিল্লা অংশের মহাসড়কেও হাইওয়ে পুলিশকে কঠোর অবস্থানে দেখা যাচ্ছে। মহাসড়কে ঢাকাগামী যেসকল প্রাইভেট কার দিয়ে কৌশলে যাত্রী পরিবহন করছে, সেসব গাড়ী থেকে যাত্রীদের নামিয়ে তাদের ঘুরিয়ে দিচ্ছে হাইওয়ে পুলিশ। সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুয়াগাজী, ঝাগরঝুলি, আলেখারচর এলাকা ঘুরে এমন চিত্রই দেখা যায়।
ময়নামতি হাইওয়ে থানার ওসি সাফায়েত হোসেন জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার নজরুল ইসলাম স্যারের নির্দেশে আমরা আজও সকাল থেকে মহাসড়কে কঠোর অবস্থানে রয়েছি। ঢাকাগামী যেসব প্রাইভেট গাড়িতে করে কৌশলে ভাড়ায় যাত্রী পরিবহন করছে, সেসব গাড়ি থেকে আমরা যাত্রী নামিয়ে দিচ্ছি।এছাড়া যেসকল গাড়ি জরুরী প্রয়োজন ছাড়া ঢাকা যেতে চাচ্ছেন সেসব গাড়িগুলোকে ফিরিয়ে দেয়া হচ্ছে। জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে জরুরি প্রয়োজন ব্যতীত কোন যানবাহন ঢাকায় যেতে দেয়া হবে না। তবে পন্যবাহী গাড়ি ও এম্বুলেন্সসহ জরুরী সেবাদানকারী যানবাহনগুলো এ নিষেধাজ্ঞার বাহিরে থাকবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি।