অনলাইন ডেস্ক :
চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগের সময় চট্টগ্রাম-৮(বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ-বায়েজিদ আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় দুর্বৃত্তের ছোড়া গুলিতে তার সঙ্গে আহত হয়েছেন আরও দুজন। তাদের একজনের নাম সারওয়ার বাবলা।
বুধবার (৫ নভেম্বর) বিকালে শহরের হামজারবাগ এলাকায় এই হামলা হয়। বুকে গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরশাদ উল্লাহ চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক। কে বা কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিক জানা যায়নি। ধানের শিষের প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করছেন।
এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হামকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, নির্বাচনী গণসংযোগের সময় নগর বিএনপির আহ্বায়কসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
গত সোমবার (৩ নভেম্বর) বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়।
ওই দিন সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের মনোনীত ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট। আগামী মাসের (ডিসেম্বর) প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানায় নির্বাচন কমিশন।