চৌদ্দগ্রাম প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় অংশগ্রহণের উদ্দেশ্যে আগামী ৩১ জানুয়ারি শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে মাঠ পরিদর্শন করেছেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টিম। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারী বেলাল হোসাইন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মামুন মজুমদার, জাতীয় যুব শক্তির নেতা জাহিদুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, ভিপি জাহাঙ্গীর হোসেন, লিয়াকত শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মাঠ পরিদর্শন শেষে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান ও সেক্রেটারী বেলাল হোসাইন বলেন, আগামীর বাংলাদেশ গড়ার অন্যতম কারিগড়, মানবিক নেতা, জামায়াতের আমীর ও ১১দলীয় জোটের শীর্ষ নেতা ডাঃ শফিকুর রহমান, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের, এনসিপির আহবায়ক মোঃ নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, ছাত্রশিবিরের সেক্রেটারী সিগবাতুল্লা ও ঢাকসুর ভিপি সাদিক কায়েমসহ কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ৩১ জানুয়ারি শনিবার সকালে চৌদ্দগ্রাম আসবেন। এ জনসভাকে ঘিরে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভাকে স্বাগত জানিয়ে মিছিল ও প্রতিটি ঘরে ঘরে যাচ্ছেন নেতাকর্মীরা। আশা করছি, লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে চৌদ্দগ্রামের ইতিহাসে সবচেয়ে বড় জনসভা হবে ৩১ জানুয়ারির জনসভা, ইনশাআল্লাহ। এ জনসভায় সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহবান জানান নেতৃবৃন্দ।