দেবিদ্বারে যুবলীগ নেতার ত্রাণ সামগ্রী বিতরণ

সৈয়দ খলিলুর রহমান, দেবিদ্বার।।
কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের পক্ষে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ২শ জন দুস্থ্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করেছেন ফতেহাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাজী আরিফ । রোববার দুপুরে করোনা ভাইরাস জনিত দুর্যোগ হতে জাতির মুক্তি কামনায় বিশেষ মোনাজাত শেষে উক্ত জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী। এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, বিশিষ্ট ব্যবসায়ী হাজি আব্দুল করিম, হাজি সফিকুল ইসলাম শিশু, স্থানীয় মেম্বার কাজী আবুল কালাম আজাদ।

error: ধন্যবাদ আপনাকে!