হাছিবুল ইসলাম সবুজ, কুবি
আমরা টিউশনি করে আমাদের পড়াশোনা খরচসহ অসুস্থ ভাইয়ের চিকিৎসা ব্যয় বহন করে আসছি। আমাদের সাত বোনের একমাত্র ভাই মেহেদী, সে এখন জীবনের সাথে পাঞ্জা লড়ছে। আমরা তাকে হারাতে চাই না। বর্তমানে চিকিৎসা ব্যয় বহন করা আমাদের সামর্থ্যের বাহিরে, আমার ভাই বাঁচতে চায়। ভাইয়ের অসুস্থতা কথা এভাবেই বলছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী স্বপ্না আক্তার।
পারিবারিক সূত্রে জানা যায়, মেহেদী হাসান ২০২১-২২ শিক্ষাবর্ষের রাজশাহী বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র। ছোট থেকেই হার্টের সমস্যায় ভুগছেন তিনি। জানুয়ারিতে তার হার্টের সমস্যা বেড়ে যাওয়ায় ভারতের ব্যাঙ্গালোর এর নারায়ণ হসপিটালে রেফার করে ঢাকার চিকিৎসকরা। তবে ভারতের ডা. দেবী শেঠি তার সকল কাগজপত্র যাচাই-বাছাই করে তার অপারেশনের পরিবর্তে হার্ট ট্রান্সপ্লান্ট করার পরামর্শ দেয়। বর্তমানে হার্ট ট্রান্সপ্লান্টের জন্য প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকা প্রয়োজন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
কুবি শিক্ষার্থী স্বপ্না আক্তার বলেন, আমার বাবা একজন চা দোকানদার, আমরা সাত বোনের তিন বোন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি আইন বিভাগে, আরেক বোন নৃবিজ্ঞান বিভাগে, এবং একজন লোক প্রশাসন থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। আমরা সবাই টিউশন করে পড়াশোনা করি। এই মুহূর্তে এত টাকা দিয়ে চিকিৎসা করা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের সকলের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের মানুষের কাছে আর্থিক সাহায্যে করার জন্য অনুরোধ করছি।
মানবিক সহযোগিতা করার ঠিকানা…..
শাবনাজ আক্তার ( মেহেদীর বোন)
01674069509 –(BKash)
01630533458 –(bKash + nagad)
Bank Account:
Name: shabnaj akter. A/C num: online: 20503410200678402 /6784 short ta. Islami bank bangladeh, comilla Chawkbazar branch. Routing num: 125197643. swift code: IBBLBDDH341
আসমা আক্তার (মেহেদীর বোন)
01768912720 –(bKash)
01896124813 –(nagad)