চৌদ্দগ্রাম প্রতিনিধি
আমরা কোন দল, গোষ্ঠী বুঝি না, সমাজে হানাহানি করতে চাই না। সমাজে ইভটিজিং, মাদক চলবে না। আমরা দলমত, শ্রেণী-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একসাথে করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজকে একঝাঁক তরুণ যুবকসহ ইসলামী মূল্যবোধে বিশ্ববাসী সব ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ। আপনারা সফল ধর্ম উপদেষ্টা দেখেছেন, হজ্বকে সহজ করার জন্য তিনি কাজ করেছেন। এ জাতীয় সৎ ও দক্ষ মানুষ যদি ক্ষমতায় আসে বাংলাদেশ পরিবর্তন হবে। আমরা ইসলামী কার্যকালাপে বিশ্ববাসী আদর্শিক নেতৃত্ব বিকাশের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করার চেষ্টা করবো।
শুক্রবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা বায়তুল আমান জামে মসজিদ ও ফোরকানিয়া মাদরাসার উদ্যোগে ১৭তম তাফসিরুল কোরআন মাহফিলে ওয়ায়েজিন ও অতিথিবৃন্দ এসব কথা বলেন। আতাকরা পূর্বপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মুফাচ্ছির ছিলেন বাংলাদেশ টেলিভিশনের ধর্মীয় আলোচক মাওলানা গাজী মহিবুল্লাহ সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সমাজসেবক ইকবাল হোসেন মজুমদার। বিশেষ মুফাচ্ছির ছিলেন এডভোকেট মাওলানা ফখরুদ্দিন হেলালী, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, হাফেজ আবু হানিফ। বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউপির প্যানেল চেয়ারম্যান মীর হোসেন। মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা রিজুয়ানুল করিমের সঞ্চালনায় মমিনুল ইসলামসহ ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ উপস্থিত ছিলেন।