আগামীতে শুধু যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হবে : আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক :

ad

কুমিল্লা -৯ ( লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, বিগত ১৭ বছর শুধুমাত্র বিএনপি করার কারণে আমাদের ছেলে-মেয়েরা কোনো চাকরি পায়নি। চাকরি তো দূরের কথা বাসা বাড়িতেও থাকতে পারিনি। হাজার হাজার নেতাকর্মীর ওপর নির্যাতন, মামলা-হামলা করেছে। তারা যে নির্যাতন আমাদের ওপর করেছে, আমরা কিন্তু কোনো প্রতিশোধ নেইনি। তারা এমনিতেই পালিয়ে গেছে।

আমরা ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। স্বৈরাচার সরকারের আমলে যে সকল শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি সুযোগ পায়নি তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। যোগ্যতা মোতাবেক শিক্ষকতা, পুলিশ, ব্যাংক-বীমায় চাকরি দেওয়া হবে। চাকরি পেতে কোনো ঘুষ নেওয়া হবে না। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমরা ক্ষমতায় এলে ঘুষ, দুর্নীতি, দখলবাজ, চাঁদাবাজ আমরা নির্মূল করবো ইনশাআল্লাহ।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে লাকসামের গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, বিএনপি ক্ষমতায় এলে ডা. জুবাইদা রহমানের নেতৃত্বে সারাদেশে প্রতিটি গ্রামে পল্লী ক্লিনিক করা হবে। যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা দেবেন। এই সেবা হবে সরকারি সেবা। এই সেবা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। গ্রামের মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হবে। সারাদেশের মা-বোনদের চিকিৎসা সেবার দায়িত্ব নিয়েছেন জুবাইদা রহমান।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে লাকসাম-মনোহরগঞ্জে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি করা হবে। লাকসাম- মনোহরগঞ্জের সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থায় আধুনিকায়ন করবো। আমাদের আরেকটি সম্পদ আছে “ডাকাতিয়া নদী”। আমরা ক্ষমতায় এলে এই ডাকাতিয়া নদীর নাব্যতা বৃদ্ধি করা হবে। নদীর দখলবাজদের উৎখাত করে দখলমুক্ত করা হবে ইনশাআল্লাহ।

এসময় লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদলসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।