স্টাফ রিফোর্টার
সকল ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা ৬ আসনের মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।
মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় আসেন তিনি। তাঁকে বরণ করতে কুমিল্লা ক্যান্টনমেন্ট, আলেখারচর ও কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় হাজারো নেতা কর্মী মোটরসাইকেল ও গাড়ি নিয়ে স্বাগত জানায়। এ সময় নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে মনিরুল চৌধুরী নিজ বাড়িতে নিয়ে আসেন।
নিজ বাড়িতে এসে মনিরুল হক চৌধুরী বাবা মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনে কার্যক্রম সূচনা করেন।
উপস্থিত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নেতা কর্মীদের ভালোবাসায় ফুলে ফুলে সিক্ত হন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে মনিরুল চৌধুরী বলেন, প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই গুরুত্বপূর্ণ আসনে আমার উপর আস্থা রেখেছেন, সেজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন অতীতের ন্যায় এখনো আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের আশা পূরণ করতে পারি। অপর মনোনয়ন প্রত্যাশী হাজী আমিনুর রশিদ ইয়াসিন সম্পর্কে বলেন, তিনি আমার দলের সতীর্থ ভাই, তাদের প্রতি আমাদের কোন রাখ ক্ষোভ অভিমান নেই। আপনারা এমন কোন কাজ করবেন না যাতে তারা কষ্ট পায়। আমরা সবাই জাতীয়তাবাদী পরিবারের অংশ। আমরা ধানের শীষের পক্ষে সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে চাই।