রাণীর কুঠিকে নগর জাদুঘর করার আশ্বাস
স্টাফ রিপোর্টারঃ
গতকাল সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতœতত্ব অধিদপ্ততরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো: হান্নান মিয়া কুমিল্লায় অবস্থিত তিনটি প্রতœ স্থাপনা পরিদর্শন কালে রাণীর কুঠি পরিদর্শন শেষে রাণীর কুঠিরকে নগর জাদুঘর হিসাবে গড়ে তোলার আশ্বাস দেন।
এ সময় তাঁর সাথে ছিলেন কুমিল্লা প্রতœতত্ব অঞ্চলের অঞ্চলিক পরিচালক ড. মো: আতাউর রহমান, সহকারি কাস্টডিয়ান সিয়াম চৌধুরী, সর্ভেয়ার চার্থথয়াই মার্মা ও নাট্য নির্দেশক শাহজাহান চৌধুরী।
উল্লেখ্য যে, বিগত ২০০৮ সাল থেকে রাণীর কুঠিকে প্রতœতত্ব সম্পদের আওতায় নেয়ার জন্য শাহজাহান চৌধুরী সংলাপ কুমিল্লার ব্যানারে আন্দোলন করে আসছেন। রাণীর কুঠিরকে সংরক্ষিত প্রতœসম্পদ হিসাবে ঘোষণা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতœতত্ব অধিদপ্তর।
মহাপরিচালক মোঃ হান্নান মিয়া বলেন রাণীর কুঠি নগর জাদুঘর হলে পর্যটন শিল্পে নতুন দিগন্ত সৃষ্টি হবে।
মহাপরিচালক সকাল ১০ টায় কুমিল্লা পৌছে প্রথমেই উপমহাদেশে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচিনদেব বর্মণের বাড়ি যান। সবশেষে তিনি শহরের পূর্বে সতেররতœ মন্দির (জগন্নাথ মন্দির) পরিদর্শন করেন।