হাদি হত্যার বিচারের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ মিছিল

সজ্জাদ হোসেন শিমুল, মুরাদনগর প্রতিনিধি 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র-জনতা।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে মুরাদনগর ডি. আর. হাই স্কুল মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার প্রধান  সড়ক প্রদক্ষিণ করে আল্লাহু চত্বরে গিয়ে জড়ো হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী ছাত্র-জনতা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দালালি না আজাদী, আজাদী আজাদী’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ নানা স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বাঈজিদ সরকার রুদ্র, জানে আলম ও ইমরান সরকার বলেন, হাদি হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তির মৃত্যু নয়, এটি ন্যায় ও প্রতিবাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করার অপচেষ্টা। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে।

বক্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই হাদি হত্যার বিচার সম্পন্ন করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ সমাবেশে তাওহীদ আহমেদ তুহিন, তামীম, নেয়ামুল হাসান শিহাব, আশিক আহমেদ, মেরাজ হোসেন মাহি, নাঈম সরকার, সাজ্জাদ খান শান্ত, রাজু আহমেদসহ বিপুলসংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।