চৌদ্দগ্রামে ডাঃ শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে জামায়াতের স্বাগত মিছিল

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে জামায়াত।

মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার বাজারে মিছিলে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। মিছিল শেষে ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর কাজী মোঃ আবদুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর, আশরাফুল ইসলাম লিটন, ইউনিয়ন জামায়াত সেক্রেটারী আহসান উল্লাহ।

উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ বেলাল হোসাইন জানান, আগামী ৩১ জানুয়ারী শনিবার সকালে চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান। সভাপতিত্ব করেন কুমিল্লা-১১ আসনের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। বিশেষ অতিথি থাকবেন এনসিপির আহবায়ক মোঃ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ও ঢাকসুর ভিপি সাদেক কায়েম। জনসভায় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও কেন্দ্র ভিত্তিক নেতাকর্মী ও সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন।