অনলাইন ডেস্ক
পোস্টারের ওপর বিধিনিষেধ আরোপ করায় পাল্টে গেছে ভোটের আবহ। প্রতীক বরাদ্দের পর আগে পোস্টারে ছেয়ে যেত ভোটের মাঠ। মাইকে সরগরম থাকত পুরো এলাকা। এবার এই দুটো ক্ষেত্রেই পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। মাইকের ব্যবহার সীমিত করে দিয়েছে তারা। আর পোস্টারের ওপর দিয়েছে নিষেধাজ্ঞা। এতে করে ভোটের রং পাল্টে গেলেও প্রার্থীরা স্বাগত জানিয়েছে বিষয়টিকে। তবে এই বিধিনিষেধ যাতে সবার ওপর সমানভাবে কার্যকর হয় তা কঠোরভাবে মনিটর করতে বলেছে তারা নির্বাচন কমিশনকে।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘প্রচারণা সংক্রান্ত বিধিমালা চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নির্বাচন কমিশন মতামত নিয়েছে। নির্বাচনে পোস্টার ব্যবহার করতে গিয়ে মাত্রাতিরিক্ত খরচ হয়। এটিকে ঘিরে হানাহানিও হয়। তাই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সুপারিশ প্রদান করেছিল, সেখানেও তারা পোস্টার নিষিদ্ধের সুপারিশ করেছিল। নির্বাচনে পোস্টারের ব্যবহার নিয়ে পরিবেশ মন্ত্রণালয় থেকেও এ আপত্তি এসেছিল। পোস্টার ছাপা হলে প্রার্থীরা সেটিকে লেমিনেটিং করে। সেগুলো জলাবদ্ধতা সৃষ্টি করে। আবার পোস্টারের কালি ফসলের মাঠ নষ্ট করে। এ জন্য ইসির সিদ্ধান্ত হচ্ছে নির্বাচনে কেউ এবার পোস্টার ব্যবহার করতে পারবে না।’ পোস্টারের ব্যবহার বন্ধ করলেও প্রার্থীরা প্রচারণায় লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন ব্যবহার করতে পারবেন বলে জানান তিনি।
ডবলমুরিং এলাকার ভোটার কলেজশিক্ষক আবদুর রহিম বলেন, ‘এবার পোস্টার না থাকায় ভোটের আমেজে পরিবর্তন এসেছে, এটা ঠিক। তবে পোস্টারে দূষণ হয়। পথেঘাটে ছেঁড়া পোস্টার পড়ে থাকে। এবার এসব থেকে শহর মুক্ত থাকবে– এটা ইতিবাচক।
এবার যা যা করতে পারবেন না প্রার্থীরা
নির্বাচন এলে বাড়ির বাইরের দেয়াল, রাস্তা কিংবা বাজারের মতো জনবহুল স্থান প্রার্থীদের নাম-দল-মার্কাওয়ালা পোস্টারে ছেয়ে যেত। ভোটারের কাছে প্রার্থীর পরিচয় ও যোগ্যতা তুলে ধরতে পোস্টারে নানা রং ও ধরন ব্যবহার করা হতো। কিন্তু ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা। লিফলেট আর ব্যানারে থাকতে পারবে না প্রার্থী ও দলীয় প্রধান ছাড়া অন্য কারও ছবি। ভোটের প্রচারে ড্রোন ব্যবহার করা যাবে না। আবার একজন প্রার্থী তার সংসদীয় আসনে ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না। প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো নির্বাচনী এলাকায় একক কোনো জনসভায় একইসঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না। তবে এবার প্রথমবারের মতো সামাজিক মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ দেওয়া হয়েছে। তাই সেদিকেই বেশি মনোযোগ দিচ্ছে প্রার্থীরা।
তবুও সন্তুষ্ট প্রার্থীরা
বৃহস্পতিবার গণসংযোগের প্রথম দিনে শুলকবহর এলাকায় ছিলেন চট্টগ্রাম-১০ ডবলমুরিং-হালিশহর-পাহাড়তলী আসনের জামায়াতদলীয় প্রার্থী মোহাম্মদ শামসুজ্জামান হেলালী। এ সময় তার হাতে ছিল লিফলেট। তার সঙ্গে থাকা দুজন সমর্থকের হাতে ছিল ফেস্টুন। এ সময় সংশোধিত আচরণবিধি প্রসঙ্গে মোহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, ‘নির্বাচনী আবহ তৈরিতে পোস্টার ও মাইক আগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। এবার সেটির ব্যতিক্রম হচ্ছে। তবে প্রচারণায় নতুন যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা সব প্রার্থীর জন্য প্রযোজ্য। এটাকে তাই সাধুবাদ জানাই আমরা।’ একই আসনে বিএনপিদলীয় প্রার্থী হচ্ছেন সাঈদ আল নোমান। তিনি প্রয়াত বর্ষীয়ান নেতা আবদুল্লাহ আল নোমানের পুত্র। এবারকার বিধিনিষেধ প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে এবারের নির্বাচন নানা দিক থেকে ব্যতিক্রম। প্রার্থীদের মনোজগতে পরিবর্তন আনতে চেয়েছে কমিশন। পরিবর্তন আনতে চেয়েছে ভোটারদের চিন্তা চেতনাতেও। সেদিক থেকে এই বিধিনিষেধকে স্বাগত জানাই আমিও। তবে খেয়াল রাখতে হবে নিয়ম কিংবা বিধি যেন সবার জন্য সমান হয়।’
সন্দ্বীপে বিএনপিদলীয় প্রার্থী মোস্তফা কামাল পাশা বলেন, ‘পোস্টার না থাকায় এবারের নির্বাচনটা একটু অন্যরকম। যেহেতু সব দলের জন্য এটা প্রযোজ্য, তাই এটা মেনেই প্রচারণা চালাচ্ছি আমরা।’
একই আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আলা উদ্দীন সিকদার বলেন, ‘৫ আগস্টের পর অনেক কিছু বদলে গেছে বাংলাদেশে। নির্বাচন কমিশন বলছে, এবারে সেরা একটা নির্বাচন উপহার দেবে তারা। আমরা তাদের এ কথায় আস্তা রেখে প্রচারণা চালাচ্ছি।