লাকসাম ও দেবিদ্বারে ১২জনসহ আক্রান্ত ১৬জন

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় নতুন করে ১৬জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের ছয়জনের বাড়ি লাকসাম,দেবিদ্বারের ছয়জন,মনোহরগঞ্জ দুইজন,একজন করে তিতাস ও বরুড়ায়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ জন। এ পর্যন্ত এক হাজার ৬৭২ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার পর্যন্ত এক হাজার ৩৪৫ জনের রিপোর্ট এসেছে। সুস্থ হয়েছেন মোট সাতজন। বুধবার এসব তথ্য নিশ্চিত করেছে কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস। পরের সংবাদে পড়ুন বিস্তারিত।

error: ধন্যবাদ আপনাকে!