আজ থেকে বিমানের সব বিধিনিষেধ শিথিল

নিউজ ডেস্ক।।

আকাশপথে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিধিনিষেধ শিথিল হচ্ছে আজ থেকে। বিমানের সব আসনে যাত্রী বসায় কোনো ধরনের বিধিনিষেধ থাকছে না। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, হঠাৎ বিমানে কোনো যাত্রী অসুস্থ হয়ে পড়লে সব যাত্রী থেকে আলাদা রেখে ওই খালি রাখা আসনে বসানো হবে। আগে এক আসনে যাত্রী বসলে পাশের আসন খালি রাখা হতো। এ নিয়ম আর থাকছে না।

আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের (আইকাও) নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিমানের শেষ দুটি সারির আসনগুলো খালি রাখতে হবে।