গাজী মো. রুবেল ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ করোনা প্রতিরোধে দিন-রাত কাজ করে যাচ্ছেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাড়ির বাইরে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখছেন প্রশাসন। এছাড়া মানুষ যেন দলবেঁধে চলাচল না করে সেসব নির্দেশনাও দিচ্ছেন তারা। অন্যান্য কাজের পাশাপাশি জনসচেতনতামূলক প্রচারণায় প্রতিদিনই ব্যস্ত থাকছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা ও থানার ওসি আজম উদ্দিন মাহমুদ। বিভিন্ন এলাকায় মাইকিংসহ লিফলেট বিতরণ করছেন তারা।
প্রতিদিনের মত মঙ্গলবার দিনব্যাপী ব্রাহ্মণপাড়া উপজেলা সদর,ধান্যদৌল বাজার, বড়ধুশিয়াসহ বিভিন্ন হাট বাজার কিংবা খেলার মাঠে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কিত সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছেন তারা। এসময় হ্যান্ড মাইকে অযথায় রাস্তায় ঘুরাফেরা না করা এবং চায়ের দোকান কিংবা খেলার মাঠে বসে আড্ডা না দেয়ার পরামর্শ দিচ্ছেন। এছাড়া সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখারও আহ্বান জানানো হয়।