স্টাফ রিপোর্টার
করোনাভাইরাস প্রতিরোধে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম চালানো হয়। সাংবাদিক ও পথচারীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রমের সূচনা করেন কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও একাত্তর টিভির কুমিল্লা প্রতিনিধি এনামুল হক ফারুক। পরে কুমিল্লায় কর্মরত ৩০ জন সাংবাদিক ও পথচারীর মাঝে হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক,দেশ রূপান্তর ও জয়যাত্রা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির। কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপসের পরামর্শে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোঃ সুমন কবির।
এ সময় করোনাভাইরাস প্রতিরোধে সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার জন্য প্রচারণা চালানো হয়। হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন সমাজ সেবক মোঃ হাসান, সাংবাদিক আহসান হাবিব পাখি, পথিকৃত কুমিল্লার প্রতিনিধি গোলাম কিবরিয়া, রিপোর্টার্স ইউনিটির সদস্য মাইনুল হক ও আসাদুল হক।