ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় উল্টোপথে যাওয়া একটি পিকআপের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৭জন। রোববার বেলা সাড়ে ৩ টায় এ দূর্ঘটনা ঘটে ।
নিহতরা হলেন নবম শ্রেনীর শিক্ষার্থী সাকিব, সৈকত, মোরশেদ আলম ও ফয়সাল। নিহত সবাই সদর দক্ষিণ এলাকার বাসিন্দা।
আহত হয়েছে ৭ জন।
দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: আজিজুর রহমান সিদ্দিকী।
সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান-রোববার বিকেল ৪ টায় কুমিল্লার সদর দক্ষিন উপজেলার জোড়কাননের ঢাকা-চট্রগ্রাম লেনে একটি ছোট খোলা পিকআপে করে ১৬ জন কিশোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফুটবল খেলার উদ্দেশ্যে উপজেলা পরিষদ মাঠের যাচ্ছিল। উল্টোপথে আসা পিকআপটিকে একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। এঘটনায় ৪জন নিহত হয়। আহত হয় আরো ৭জন । আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ জানান দূর্ঘটনায় এ পর্যন্ত চারজন মারা গেছে। তবে একজনকে আশঙ্কার জনক অবস্থা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।