স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শীতার্ত ও অসহায় রোগীদের মাঝে কম্বল বিতরণ করেছে মানবিক সংগঠন এলায়েন্স ফর কেয়ার অ্যান্ড ইকুইটি (এইস)। শুক্রবার গভীর রাতে সংগঠনের সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে শীতে কাঁপতে থাকা রোগীদের গায়ে কম্বল জড়িয়ে দেন। দুর্ঘটনায় আহত, দূর-দূরান্ত থেকে আসা এবং শয্যাসংকটে ভোগা অনেক রোগী কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কম্বল বিতরণ বিষয়ে ‘এইস’-এর প্রধান নির্বাহী সুমাইয়া বিনতে হোসাইনী বলেন, “মেডিকেলে দূর-দূরান্ত থেকে রোগীরা ভর্তি হন। এখানে শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি, অনেকেই আরামদায়ক উষ্ণ কাপড় পান না। তাই শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা এই উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ এ ধরনের মানবিক কাজ আমরা অব্যাহত রাখবো।”

‘এইস’ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহিম বলেন, “রাত গভীর হলে কনকনে শীত বাড়ে, অথচ অসহায় মানুষগুলোর গায়ে উষ্ণ কাপড় থাকে না। মানবিকতার জায়গা থেকেই আমাদের এই প্রচেষ্টা।”

‘এইস’ এর পাবলিক রিলেশনস কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম সাইফ বলেন, “বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করাই আমাদের লক্ষ্য।”