কুসিক নির্বাচন: সাক্কুর ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী, সদ্য সাবেক মেয়র ও বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর নির্বাচনি পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। মনিরুল হক সাক্কুর নির্বাচন সমন্বয়কারী কবির হোসেন মজুমদার এইঅভিযোগ করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘নগরীর কান্দিরপাড় থেকে চকবাজার পর্যন্ত সহস্রাধিক পোস্টার এবং বেশ কয়েকটি ব্যানার দুষ্কৃতকারীরা ছিঁড়ে ফেলেছে। আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, শুক্রবার গভীর রাতে কমপক্ষে ১০টি মোটরসাইকেলে আসে দুর্বৃত্তরা। তারা কাঁচি দিয়ে পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে। রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে।’

এই বিষয়ে মনিরুল হক সাক্কু বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে সহ্য করতে না পেরে ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। আমি আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করব এই বিষয়ে ব্যবস্থা নিতে।’

কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘আমরা অভিযোগটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি। প্রার্থীর লোকজনকে বলেছি লিখিত আবেদন করতে।’

প্রসঙ্গত, আগামী ১৫ জুন সিটি কর্পোরেশনের অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু টেবিলঘড়ি প্রতীকে প্রতিদ্বন্দীতা করছেন