চান্দিনা উপজেলা পরিষদের উদ্যোগে ত্রাণ ও সরঞ্জাম বিতরণ

মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা ।।
কুমিল্লার চান্দিনায় উপজেলা পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার প্রতিটি ইউনিয়নে হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী, ইউনিয়ন পরিষদে জীবানু নাশক স্প্রে মেশিন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই, গ্লাভস, মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

জানা যায়, উপজেলা পরিষদের অর্থায়নে কিছু হতদরিদ্রের মাঝে জনপ্রতি ১০কেজি চাল, আলু, তেল, ডাল ও সাবান বিতরণ করা হয়। এছাড়া উপজেলাকে জীবানু মুক্ত রাখতে প্রতিটি ইউনিয়নে জীবানু নাশক স্প্রে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি পিপিই সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম।