স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো.আবুল কালাম বলেছেন, আমরা ক্ষমতায় গেলে সকল দলের মানুষকেই সমঅধিকার দিব। আমরা সরকার গঠন করলে তখন একটি দলের নয়, পুরো দেশেরই সরকার হব। দেশের প্রতিটি মানুষেরই হক থাকবে, দাবি থাকবে। আমরা প্রতিটি মানুষের সমঅধিকার নিশ্চিত করব।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে লাকসামের বামন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তা’আলার অশেষ রহমতে আমরা সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারাবছর নিত্যপ্রয়োজনীয় জিনিস ন্যায্য মূল্যে, যে দামে সরকার কিনবে সে দামেই আপনাদেরকে দিবে। সেখানে কোন দল-মত নাই, যারা প্রাপ্য, সে যে দলই করুক তাকে এই সুবিধা দেওয়া হবে।
আবুল কালাম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান বলেছেন, আমরা যদি ক্ষমতায় আসি গ্রামের মা-বোনদের চিকিৎসাসেবা গ্রামে-গঞ্জে পৌঁছে দেওয়ার জন্য প্রতি গ্রামে একটি করে পল্লী ক্লিনিক করব। যে ক্লিনিকে আপনারা উপযুক্ত চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা পাবেন। এটি একটি সরকারি ক্লিনিক। আপনারা বিনা পয়সায় এখানে চিকিৎসা নিতে পারবেন। বিনা পয়সায় উন্নত মানের চিকিৎসা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে শিক্ষাখাতে। কারণ যে জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত। তাই আমরা সবচেয়ে বেশি বরাদ্দ দিব শিক্ষাখাতে।
তিনি আরও বলেন, আমি জয়ী হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হবে। এই বামন্ডার দিকে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আমাদের ছেলে-মেয়েরা খুব কষ্ট করে স্কুলে যাওয়া-আসা করতে হয়। আমি নির্বাচিত হলে প্রথম বছরেই এই এলাকার সড়কগুলোর কাজে হাত দিব।
মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুর রশিদের সভাপতিত্বে এসময় লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান বাদল, সিনিয়র সহ-সভাপতি ডা. নুরুল্লাহ রায়হানসহ অন্যান্যারা উপস্থিত ছিলেন।