গোমতীর এপাড় ওপারকে ভাগ করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবেনা- মঞ্জুরুল আহসান মুন্সী

পারভেজ সরকার, দেবিদ্বার।।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী চারবারের সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, গোমতীর এপাড় ওপারকে ভাগ করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না, নির্বাচন এলে নদীর দুই পাড়ের ভোটারদের ভাগ করে অনেকে ফায়দা লুটার চেষ্ঠা করে। অতীতে এই চেষ্টা বিফলে গেছে, বর্তমানেও বিফলে যাবে।
কারন গোমতী নদীকে কেন্দ্র করে দেবিদ্বারবাসীকে দুই ভাগ করার সুযোগ আমি দেইনি। নদীর ১০ কিলোমিটারের মধ্যে ৪টি সেতু নির্মাণ করে দেবিদ্বারবাসীকে ঐক্যবদ্ধ রেখেছি, যা বাংলাদেশের আর কোন উপজেলায় নেই।

ad

বুধবার বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আরেকটি দল জান্নাতের টিকেট বিক্রি করে ধানের শীষের বিজয় ঠেকাতে চাচ্ছে। এই টিকেট বিক্রির কথা বলে মানুষকে ভুলানো যাবেনা। ১৯৯১ সালে দেবিদ্বারের মানুষ ধানের শীষকে ভালোবেসে বর্শীয়ান নেতা ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমদকে পরাজিত করেন। সেই থেকে উন্নয়নের মাধ্যমে দেবিদ্বারকে একটি আধুনিক উপজেলায় রূপান্তর করি। আশাকরি আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে অতীতের মত এবারও আপনারা আমার সাথে থাকবেন। আমি যখন যে কথা দিয়েছি সেই কথা রেখেছি।

মঞ্জরুল আহসান মুন্সী আরো বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ্য অবস্থায় ঢাকার এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন, সকলে দেশনেত্রীর জন্য দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

বিএনপি নেতা মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ওই উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সী, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন পাঠান ভুলু, বিএনপি নেতা এডভোকেট মোঃ আবদুল আউয়াল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবদুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম।

এ সময় আরো বক্তব্য রাখেন রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল আউয়াল মুন্সী, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ভূইয়া, রসুলপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মহসিন আলম, সেচ্ছসেবক দলের নেতা সেলিম সরকার, ছাত্রদল নেতা মোঃ শাহীন আলম ও সারোয়ার সরকার প্রমুখ।
পরে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।