ব্রাহ্মণপাড়ায় প্রথম করোনায় আক্রান্ত গার্মেন্টস কর্মী

গাজী মো. রুবেল ব্রাহ্মণপাড়া:
সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে আসা এক যুবকের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি ব্রাহ্মণপাড়া উপজেলার টাকুই গ্রামের সন্তান। জানা যায়, উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকুই যুবক নারায়ণগঞ্জ থেকে তার বাড়িতে আসে। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের প্রকোপ বেশীহওয়ায় ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্বাস্থ্য কর্মীরা ওই বাড়িতে পৌঁছে সুমন মিয়াসহ তার পরিবারের ৬ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান। মঙ্গলবার স্বাস্থ্য কর্মকর্তার নিকট সুমনের করোনা ভাইরাসের রিপোর্ট পজেটিভ এসে পৌঁছে। উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া ছিদ্দিকা, থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসনাত মোঃ মহিউদ্দিন, সেনেটারি ইন্সপেক্টার পারভিন সুলতানাসহ ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে সুমনের ঘরসহ ৩টি ঘর লক ডাউন ঘোষণা করে ৩ পরিবারের ১১ সদস্যকে ২ সপ্তাহ ঘর থেকে বের হতে নিষেধ করেন প্রশাসন। বাড়িতে লাল পতাকা উড়িয়ে দেয়াসহ ওই ৩ পরিবারের সদস্যদের মাঝে ইউএনও এবং ওসি’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। এছাড়া ওই বাড়ির সকল প্রবেশ পথ বন্ধ করে দেয়া। এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। স্বাস্থ্য কর্মকর্তা এ প্রতিনিধিকে বলেন, আক্রান্ত ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের ২ সপ্তাহ পর্যবেক্ষনে রাখা হবে। অবস্থার অবনতি হলে তাকে আইসোলেশনে নেয়ার ব্যাবস্থা করা হবে। বর্তমানে সে বাড়িতে থাকাসহ সকল প্রবেশ ও বাইর হবার পথ বন্ধ করে দেয়া হয়েছে।