শাসক হতে চাই না মানুষের সেবা করতে চাই- ড. মোবারক

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন বলেছেন, আমাদের মাঝে রাজা-প্রজার কোনো সম্পর্ক থাকবে না। আমরা জনগণের খাদেম হিসেবে কাজ করব। শাসক হতে আমরা চাই না। আমরা চাই এগুলো পরিবর্তন করতে। আপনারা আমাদের কাছে দৌড়াদৌড়ির দরকার নেই। আপনারা দেশের নাগরিক, আমিও নাগরিক। এদেশের সরকার প্রধানও একজন নাগরিক। সবার মর্যাদা কিন্তু এক। আমি আপনাদের শাসক নয় সেবক হতে এসেছি।

ad

রোববার (১৪ ডিসেম্বর) রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জামায়াতের এই নেতা বলেন, আমরা চাই মানুষের এই ব্যবধান কমাতে। ধনী-গরিবের ব্যবধান, অর্থনৈতিক ব্যবধান, ভারসাম্যহীনতাকে আমরা ভারসাম্যের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে কোটি কোটি টাকা কয়েকজনের হাতে চলে গেছে আর বাকীরা টাকার জন্য গেলে ব্যাংকে টাকা নেই। মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে। প্রবাসীরা রেমিটেন্স না পাঠালে দেশের দুর্ভিক্ষ তৈরি হয়ে যেত।

ড. মোবারক বলেন, আমরা চাই জবাবদিহিতামূলক সরকার। সরকারের যে পরিমাণ টাকা বরাদ্দ হয় সেগুলো জনগণ যদি সুবিধা পেত তাহলে দেশে কোন কাঁচা রাস্তা বাকি থাকত না। সব রাস্তা পাকা হয়ে যাওয়ার কথা। কিন্তু কেন হয়নি এটা সবারই জানা। আমরা চাই আগামীতে এর একটি জবাবদিহিতা থাকবে।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষিত তরুণরা অনেকেই বেকার বসে আছে আমরা প্রত্যেকের চাকরির ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আমরা চাই এই দেশটাকে একটু পরিবর্তন করতে। আমরা যদি আমাদের তরুণদেরকে কাজে লাগাতে পারি, সঠিক কর্মসংস্থানের মাধ্যমে সঠিক গাইডলাইন দিতে পারি, তাহলে বাংলাদেশটা অটোমেটিক সারা বিশ্বের সেরা দেশে পরিণত হবে। দুর্নীতি বন্ধ করতে পারলে দেশের উন্নতির ক্ষেত্রে কোন বাধা থাকবে না।