সরকারি চাকরিজীবীদের জিও জারি হতে পারে বিকেলে

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ সচিবালয়ে কর্মরত সরকারি চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার সরকারি প্রজ্ঞাপন বা জিও জারি করা হতে পারে আজ (বৃহস্পতিবার) বিকেলে।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে সংশ্লিষ্টদের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

এদিকে এ সিদ্ধান্ত দেওয়ার আগে জিওর দাবিতে সচিবালয়ে অবস্থান নেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের পুলিশ দিয়ে সরানোর চেষ্টা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

বুধবার দুপুর থেকে আন্দোলন শুরু করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সন্ধ্যার দিকে সচিবালয়ে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ পুলিশ ডাকে। রাত ৮টার দিকে পুলিশ এলে আন্দোলকারীরা ক্ষিপ্ত হন।

এসময় পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বললে তারা সচিবালয়ের সিঁড়ির সামনে ও গেটে বসে পড়েন। তারা ‘সচিবালয়ে পুলিশ কেন গায়ে হাত দিল- জবাব চাই, জবাব চাই’ স্লোগান দেন। একইসঙ্গে তারা ‘ভুয়া ভুয়া’ ‘জিও চাই জিও চাই, জিও ছাড়া উপায় নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

এদিন সন্ধ্যা সাড়ে পাঁচটার পর থেকে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিনের দফতরের সামনে শত শত কর্মচারী জড়ো হন। তাদের অবরোধে দফতরের ভেতরেই আটকে পড়েন অর্থ উপদেষ্টা। তাকে উদ্ধার করতে পুলিশের সহায়তা নেয় কর্তৃপক্ষ। টানা ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাতে উপদেষ্টাকে উদ্ধার করে পুলিশ।

আন্দোলনকারীরা জানান, সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর জন্য ২০ শতাংশ ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলন করছেন। এর অংশ হিসেবেই অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়েছিল। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা হুঁশিয়ারি দেন।

পরবর্তীতে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টার মধ্যে অফিস আদেশ জারি করার প্রতিশ্রুতি পেয়ে কর্মসূচি প্রত্যাহার করেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

ad