২৭টি গ্রামের ৫০০ পরিবারে মধ্যে ত্রাণ সহায়তা

করোনায় নিজেদের কথা না ভেবে মানবতার তরে আশেপাশের হতদরিদ্র অনাহারী দিনমজুরদের নিকট খাবার পৌঁছে দিচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মানবতা প্রেমী উদীয়মান তরুণ স্বেচ্ছাসেবীদের একটি দল।
উক্ত ইউনিউনের বেশ কয়েকটি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সচেতন নাগরিক এমনকি বিভিন্ন পেশাজীবী মহলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ-বিদেশে অবস্থানরত সকল শ্রেণী-পেশার বিত্তবান দানশীলদের আর্থিক সাহযোগীতায় উক্ত ইউনিয়নের ২৭টি গ্রামের প্রায় ৫০০টি পরিবারে ত্রাণ সহায়তার কর্মসূচির উদ্যেগ গ্রহণ করা হয়।
একেকটি ত্রাণ প্যাকেটে চাল, ডাল,আলু,পেয়াজ,তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী দেওয়া হবে।
আগামী ০৩এপ্রিল একযোগে প্রতিটি গ্রামে ত্রাণের প্যাকেট পৌঁছে দেওয়ার কথা রয়েছে। রোববার সকাল ৯.০০টা থেকে সকল স্বেচ্ছাসেবীদের নিয়ে নিমসার কলেজ মাঠে এতোদিনের কালেকশনকৃত টাকার ত্রাণ সমাগ্রী প্যাকেটিংয়ের কাজ করা হয়।
ইতোমধ্যে তাদের মানবিক উদ্যোগের বিষয়টি বিষয়টি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমাজের সর্বস্তরের বিত্তবানদের পাশাপাশি প্রবাসী বন্ধুরাও সাহযোগিতায় এগিয়ে আসে। তবে বৃহৎ এই মহতী উদ্যোগ বাস্তবায়নের জন্য আরও বেশ কিছু অর্থের প্রয়োজন।
– প্রেস বিজ্ঞপ্তি।