চান্দিনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যসহ তিনজন আক্রান্ত

মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা।।
চান্দিনায় নতুন করে করোনা (কোভিড-১৯) পজিটিভ হয়েছেন মা-ছেলেসহ আরও ৩জন। এদের একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য। এনিয়ে চান্দিনায় মোট সাতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার আইইডিসিআর থেকে ওই তিনজনের করোনা পরীক্ষার ফলাফলে পজিটিভ রিপোর্ট আসে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন রাত ১২টা পর্যন্ত কাজ করে আক্রান্তদের বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান লকডাউন করেন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু জানান, আক্রান্ত মা-ছেলে চান্দিনা উপজেলা সদরের ধানসিঁড়ি আবাসিক এলাকায় বসবাস করেন। মায়ের বয়স ৬৫, ছেলের বয়স ৪০। ছেলেটির ধানসিঁড়ি আবাসিক এলাকায় মুদি দোকান রয়েছে। তারা কিভাবে সংক্রমিত হয়েছেন তা সঠিকভাবে জানা সম্ভব হয়নি। উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান এই কর্মকর্তা বলেন, আক্রান্ত অপরজনের বসবাস চান্দিনা পৌরসভার হারং ভূইয়া বাড়িতে। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য (৬৫)। তিনি পরিবারের একজন সদস্যের চিকিৎসার জন্য সম্প্রতি কুমিল্লায় একজন ডাক্তারের চেম্বারে গিয়েছিলেন। সেখান থেকেই সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ জানান, উপজেলায় নতুন করে শনাক্ত তিনজনের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন করা হয়েছে। এছাড়া দেবিদ্বারের মসজিদের ইমাম যিনি করোনা পজেটিভ হয়েছেন তার চান্দিনার বাসাও লকডাউন করা হয়েছে। এখন তাদের সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করার জন্য স্বাস্থ্য বিভাগকে বলা হয়েছে।

(বিঃদ্রঃ-আমাদের পোর্টাল থেকে নিউজ কপি করবেন না, আমাদের নিউজ কপি করে যে সমস্ত পোর্টালে প্রকাশ করছেন, সবাইকে তদারকি করা হচ্ছে। যে নিউজটি কপি করছেন সেটার স্ক্রিনশটও রাখা হচ্ছে। কপি করা বন্ধ না করলে আপনার নিউজ পোর্টালের নাম এবং স্ক্রিনশটসহ প্রকাশ করা হবে)