কুবির রোটার‍্যাক্ট ক্লাবের ১৩তম চার্টার্ড ডে ‘অঙ্কুর’ উদযাপন

কুবি সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি’-এর ১৩তম চার্টার্ড দিবস উপলক্ষে ‘অঙ্কুর’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে কেক কেটে ও র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। পরে ব্যবসায় শিক্ষা অনুষদের হলরুমে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি তানভীর আনজুম সজনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মইনুল হাসান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. হোসনে জাহান চৌধুরী,রোটার‍্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন রোটার‍্যাক্ট ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির সভাপতি তানভীর আনজুম সজন বলেন,“প্রেসিডেন্ট হিসেবে আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে জানাতে চাই যে আমাদের রোটারেক্ট প্রতিষ্ঠাবার্ষিকি অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর এক্স রোটারেক্টর ও সম্মানিত রোটারিয়ানদের একসাথে পেয়ে দিনটি হয়ে উঠেছিল আনন্দঘন ও স্মৃতিময়। সকলের উপস্থিতি, সহযোগিতা ও ভালোবাসায় এই আয়োজন আমাদের ক্লাবের বন্ধনকে আরও দৃঢ় করেছে এবং আগামীর পথচলায় নতুন অনুপ্রেরণা যোগ করেছে।

রোটারি ক্লাব অব লালমাইয়ের রেজবাউল হক রানা বলেন,‘অঙ্কুর’ আজকের অনুষ্ঠানের তেরো বছর আগে রোপিত একটি বীজ, যা আজ পরিপক্ব বৃক্ষে রূপ নিয়েছে। নিয়মিত পরিচর্যার মাধ্যমেই এটি টিকে থাকবে এবং ফল দেবে। রোটারি আন্দোলনের মূল দর্শন হলো মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতা। রোটারি ও রোটার‍্যাক্ট কেবল একটি সংগঠন নয়; এটি নেতৃত্ব, মানবিকতা ও সমাজসেবার মাধ্যমে একজন মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার একটি আন্দোলন।”

মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মইনুল হাসান বলেন,“আমরা কেবল নিজ নিজ অঞ্চলের প্রতিনিধি নই; আমরা সবাই গ্লোবাল সিটিজেন। এই বিশ্বকে মানববাসযোগ্য ও টেকসই রাখতে সম্মিলিতভাবে কাজ করাই রোটার‍্যাক্ট আন্দোলনের মূল দর্শন। সেবার মাধ্যমেই বন্ধন তৈরি হয়, নেতৃত্ব গড়ে ওঠে এবং মানবিক মূল্যবোধ বিকশিত হয়। এই ধরনের সংগঠনের সঙ্গে পথচলার মধ্য দিয়েই এসব গুণাবলি তৈরি হয়।”

উল্লেখ্য, রোটার‍্যাক্ট সদস্যদের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানে নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়।