কুমিল্লার পেপার ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণভোটের প্রচারণার লক্ষ্যে দেশের ২৩৮টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। শুক্রবার রাতে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘোষিত প্রার্থীরা নিজ নিজ সংসদীয় আসনে গণভোটের প্রচারণা চালাবেন এবং ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করতে সাংগঠনিকভাবে কাজ করবেন।
এই ধারাবাহিকতায় কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে গণভোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া উপকমিটির প্রধান এবং এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সুফিয়ান রায়হানকে।
সুফিয়ান রায়হান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের সন্তান। তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এগারো দলীয় জোট ‘ঐকবদ্ধ বাংলাদেশ’-এর স্থানীয় নেতাকর্মীরা।
চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মামুন মজুমদার ও সদস্য খালেদ রায়হান জানান, খুব শিগগিরই কুমিল্লা-১১ আসনে গণভোটের প্রচারণা শুরু করা হবে। উপজেলার প্রতিটি গ্রামে গিয়ে ঘরে ঘরে গণভোটের বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সুফিয়ান রায়হান বলেন,
“আলহামদুলিল্লাহ, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি তা সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবো। চৌদ্দগ্রামের লাখো মানুষের আশা-আকাঙ্ক্ষার মূল্য যেন আমি দিতে পারি—সেই চেষ্টাই থাকবে। এই গণভোট জুলাইয়ের শহীদদের মর্যাদা প্রতিষ্ঠার গণভোট। বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে এবং কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যেই ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করতে হবে। আমি বিশ্বাস করি, শিক্ষিত, মর্যাদাসম্পন্ন ও বিপ্লবী চৌদ্দগ্রামের মানুষ ইনশাআল্লাহ ন্যায়ের পক্ষে রায় দেবে।”