বিএনপি ক্ষমতায় আসলে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত করা হবে: ড. মারুফ হোসেন

কুমিল্লার পেপার ডেস্ক:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেন,বিএনপি ক্ষমতায় এলে দাউদকান্দি–মেঘনা অঞ্চলকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

শনিবার(২৪ জানুয়ারি)বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোডের মডেল মসজিদ কেন্দ্রীয় ঈদগা মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান রবিবার দাউদকান্দি আগমন উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ডঃ খন্দকার মারুফ হোসেন জনসভাস্থলের মঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

ড.মারুফ হোসেন বলেন,“বিগত বছরগুলোতে দাউদকান্দি ও মেঘনা উপজেলায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা আশঙ্কাজনক হারে বেড়েছে। এসব অপকর্মের কারণে সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিএনপি ক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এসব অপরাধ কঠোরভাবে দমন করা হবে।”

ড. খন্দকার মারুফ হোসেন আরও বলেন, “বিএনপি জনগণের দল। আমরা জনগণের জানমাল ও সম্মান রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে।”তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “জনগণের পাশে থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে। কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে দল কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।”

এ সময় উপস্থিত ছিলেন,দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী,পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শওগাত চৌধুরী পিটারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।