মোঃ মিজানুর রহমান,মেঘনা ।।
করোনা ভাইরাসে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। নেই কোনো আয় রোজকার। অনেকে আজ অসহায় জীবনযাপন করছেন।তাদের জন্য মেঘনা উপজেলার সেননগরে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ-এর উদ্যোগে বিনামূল্যের বাজার বসানো হয়েছে। পরে মানিকারচর বাজারে বসানো হবে। গরিব অসহায় মানুষদের জন্য বাজারে রেখে দেয়া হয় শাক সবজি। তার মধ্যে রয়েছে আলু,টমেটো,বেগুন,উস্তা,ডিম.মরিচসহ বিভিন্ন কাঁচামাল। এলাকাবাসী সকাল ১০টার মাঝেই যার যেমন দরকার তেমন পরিমাণ এখান থেকে বিনামূল্যে নিয়ে যায়। কেউ প্রয়োজনের চেয়ে বেশি নেননি, সম্মান জানিয়েছেন অন্যের প্রয়োজনটুকুকে।
উদ্যোক্তাদের একজন দড়িকান্দি গ্রামের বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো.রিসালাত জানান, শিক্ষার্থীদের চাঁদা দিয়ে কেনা সবজি দিয়ে এই বাজার বসানো হয়। প্রথম দিন দুই শতাধিক মানুষ বিনামূল্যে সবজি নিয়েছেন। সমাজের বিত্তবান মানুষেরা যদি সহযোগিতা করেন, আমরা বাজার আরো বড় করতে পারবো।