বুড়িচংয়ে স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি চালক আক্রান্তের ঘটনায় হাসপাতাল লকডাউন

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন মিঠুর গাড়ি চালকসহ নতুন করে দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া হাসপাতালে কর্মরত সকল ডাক্তার, নার্স ও কর্মচারীদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
রবিবার দুপুরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু জানান, তিন দিন পূর্বে তার গাড়ি চালকসহ পাঁচজনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিলো। রবিবার গাড়ি চালক ও উপজেলার গোবিন্দপুর গ্রামের ১০ বছরের এক শিশুর রিপোর্ট পজেটিভ আসে।
গাড়ি চালকের করোনা সংক্রমণ থাকার কারণে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আক্রান্ত শিশুটির বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে হাসপাতালের জরুরী বিভাগ চালু থাকবে।
সোমবার হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও সকল কর্মচারীদের নমুনা ঢাকায় পাঠানো হবে।
এই পর্যন্ত এই উপজেলার ৬৮ জনের নমুনা সংগ্রহ করার পর পরীক্ষায় পজিটিভ এসেছে চারজন শিশু, দুইজন নারী, একজন পুরুষের।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান জানান, নতুন করোনা আক্রান্ত শিশুটির পরিবার ঢাকা থেকে এসেছে। শিশুটির বাড়িসহ আশেপাশের এলাকা লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি চালক আক্রান্ত হওয়ার কারণে আপাতত হাসপাতাল লকডাউন করা হয়েছে। তবে জরুরী বিভাগ খোলা রাখা হবে।