কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশে উচ্চশিক্ষার সমস্যা ও সম্ভাবনা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আইকিউএসির (ইনস্টিটিউটশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল) উদ্যোগে বিভিন্ন বিভগের শিক্ষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড মুহাম্মদ রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড এ এফ এম আব্দুল মঈন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ও ইন্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড মো.আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন,”বর্তমান চতুর্থ শিল্প বিপ্লব। সামনে অনেক চ্যালেঞ্জ ও সম্ভাবনা উভয়ই রয়েছে। এসব চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে শিক্ষাক্ষেত্রে কাজে লাগিয়ে শিক্ষাক্ষেত্রকে আধুনিক করতে হবে।”
এছাড়াও কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড মো. গোলাম মর্তুজা তালুকদার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্হিত ছিলেন।