চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার বিদায় হয়েছে। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। জনগণ নতুন বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনেো ইসলামের পক্ষের প্রার্থীকে ভোট দিবে। আর চৌদ্দগ্রামের জনগণ জাতীয় নেতা ডা: তাহেরকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে প্রস্তুত।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারে ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এর পক্ষে ও দাঁড়ি পাল্লার সমর্থনে শ্রীপুর ইউনিয়ন জামায়তের ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানের এসব কথা বলেন প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে আমির এডভোকেট মু. শাহজাহান।

শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা নূরুজ্জামান খোকনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী ইকবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী বেলাল হোসাইন, গোমতি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মুজিবুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনি, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল হাকিম, সাবেক আমির মাওলানা আবুল হাশেম, জামায়াত নেতা মনির হোসেন, মাস্টার নুরুল আমিন মজুমদার, হাফেজ আবদুল রশিদ, মোঃ জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে স্বাগত মিছিল শুরু করে নালঘর বাজারের সড়ক প্রদক্ষিণ করে।